এবার এআই প্রযুক্তির (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) মাধ্যমে ফিরে এলেন মহানায়ক উত্তম কুমার! সোশ্যাল মিডিয়ায় এই নায়কের কয়েকটি স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে স্টাইলিশ ও দুর্দান্ত লুকে দেখা গেছে উত্তম কুমারকে।
জানা গেছে, রাজীব জাহান ফেরদৌস নামের এক ব্যক্তি এআই দিয়ে এই ছবিগুলো তৈরি করেছেন। এর আগে তিনি দেশের জনপ্রিয় বহু তারকাদের ছবি বানিয়েছিলেন এআই প্রযুক্তির মাধ্যমে। কিছুদিন আগে তিনি একই প্রযুক্তির মাধ্যমে প্রয়াত নায়ক সালমান শাহের একটি ছবি বানিয়েছিলেন। সে ছবিটি নিয়েও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা হয়।
তবে উত্তম কুমারের ভাইরাল ছবিগুলো নিয়ে আরও অনেকেই নিজের তৈরি বলে দাবি করছেন। ভিন্ন ভিন্ন লুকে বেশ কিছু স্থিরচিত্র নেটে ছড়িয়ে পড়েছে।