মালয়েশিয়ায় প্রিয়তমা : দর্শক চাপে বাড়াতে হয়েছে শো

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমার তালিকায় এরইমধ্যে নাম লিখিয়েছে ‘প্রিয়তমা’। প্রয়াত ফারুক হোসেনের গল্পে সিনেমাটি নির্মাণ করেছে ভার্সেটাইল মিডিয়া। শাকিব খান ও কলকাতার মেয়ে ইধিকা পালকে নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

গেল কোরবানি ঈদে মুক্তি পাওয়া এই রোমান্টিক সিনেমা নানা শ্রেণি ও বয়সের দর্শকের মন জয় করেছে। হলে ফিরিয়েছে এমন অনেক দর্শক যারা দীর্ঘদিন হলে এসে সিনেমা দেখেননি। দেশের বাইরেও ‘প্রিয়তমা’ নিয়ে হইচই কম হয়নি। উত্তর আমেরিকার ৪৭টি হলে মুক্তির পর আমেরিকা ও কানাডার প্রবাসী দর্শকও সিনেমাটি লুফে নিয়েছেন।

১০ম সপ্তাহে সিনেমাটি মুক্তি পেয়েছে মালয়েশিয়াতে। সেখানে ৬টি সিনেপ্লেক্সে চলছে ‘প্রিয়তমা’। মুক্তির প্রথম দিন আজ ৩১ আগস্ট হলগুলোতে দেখা গেল শাকিব ভক্তদের উপচে পড়া ভিড়।

মালয়েশিয়া প্রবাসী আবুল খায়ের বাংলা সিনেমার নিয়মিত দর্শক। তিনি শাকিব খান ও অপু বিশ্বাস জুটির ভক্ত। ‘প্রিয়তমা’ নিয়ে দেশে এতদিন হইচই দেখেছেন। খুব করে চাইছিলেন সিনেমাটি যেন মালয়েশিয়ায় মুক্তি পায়। অবশেষে সেই ইচ্ছে পূরণ হলো তার। হলে গিয়ে নিজের প্রিয় নায়কের সিনেমা দেখার সুযোগ পেলেন তিনি।

আবুল খায়ের গণমাধ্যমকে জানান, ‘আমরা অনেকেই চাচ্ছিলাম ‘প্রিয়তমা’ এখানে মুক্তি পাক। অবশেষে সেই চাওয়া পূরণ হয়েছে। আজ ৩১ আগস্ট মালয়েশিয়ার স্বাধীনতা দিবস। জাতীয় ছুটির দিন। তাই বাংলাদেশিরা সবাই ফ্রি। ‘প্রিয়তমা’ দেখতে ছুটে এসেছেন শত শত দর্শক। আমি কুয়ালালমপুরের টিজিভি কেএলসিসি সিনেপ্লেক্সে সিনেমা দেখতে এসেছি। সেই সকাল বেলায় এসে দেখি লোকে লোকারণ্য। কথা ছিল তিনটি শো চলবে। কিন্তু দর্শকের চাপে একটি শো বাড়ানো হয়েছে। আর আগামীকাল থেকে পাঁচটি শো চালানো হবে বলে জানতে পেরেছি।’

নিজের প্রিয় নায়কের সিনেমা নিয়ে প্রবাসীদের এমন আগ্রহ দেখে উচ্ছ্বসিত আবুল খায়ের। তিনি নিয়মিতই বাংলাদেশি সিনেমা মুক্তির অনুরোধ করেছেন।

মালয়েশিয়ায় প্রিয়তমা চলছে কুয়ালালামপুরের টিজিভি কেএলসিসি, টিজিভি চেরাস সেন্ট্রাল, পেনাঙের এমএমসি প্রাঙ্গিন মল, জোহরের এমএমসি সিটি স্কয়ার, শাহ আলমের টিএসআর সিনেমেক্স, সেরেম্বানের এই সিনেমাসে।

শেয়ার করুন:

Recommended For You