রাজধানীতে বৃষ্টি : স্বস্তির সাথে দুর্ভোগও

কয়েকদিনের দুর্বিষহ গরমের পর একপশলা বৃষ্টি ঝরেছে রাজধানীতে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালের এই বৃষ্টি খানিকটা শীতনতার স্বস্তি এনে দেয় নগরজীবনে। অপর দিকে সকালের বৃষ্টিতে সমস্যায় পড়েছেন অফিসগামীসহ বিভিন্ন পেশার মানুষ। সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না। দুপুরের পর আকাশ পরিস্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহ : ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা জেলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ভোলায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি।

শেয়ার করুন:

Recommended For You