সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৫০তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মুহাঃ আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনজিৎ বর্মন প্রমুখ।
সভায় আগামী ৮ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা এবং এর পূর্বে সাবজোনের প্রতিযোগিতা সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কয়েকটি সাব কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য যে, বনশ্রী শিক্ষা নিকেতন, ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় সাবজোনে খেলা অনুষ্ঠিত হবে।