
সোমবার দুপুরে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন কুমিল্লা দৌলতপুর রেলগেইটের দক্ষিণ পাশ্বে রেললাইনের উপর পাথর দিয়ে আঘাত করে বড় ভাই জাহিদকে (৩৫) হত্যা করে মাসুম।
ঘটনা রেলওয়ে পুলিশের এলাকায় হওয়ায় লাকসাম রেলওয়ে থানা ও কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত জাহিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার(এসপি) মো. হাসান চৌধুরী বলেন, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনায় রেলওয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহন করে। রাতেই অভিযান চালিয়ে নিহতের ছোট ভাই খুনের আসামী বিচ্ছু মাসুম কে গ্রেপ্তার করে লাকসাম রেলওয়ে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে উক্ত মাসুম বিচ্ছুকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা দায়ের করেছে।