টিসিবির চাল বিক্রি করতে এসে ডিবির হাতে আটক ডিলার

বরগুনার তালতলী উপজেলার ৫নং বড়বগী ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির (টিসিবি) চাল বিক্রি করতে এসে ডিবির হাতে আটক হয়েছেন সজীব নামে এক ডিলার। এসময় একটি মিনি ট্রাকসহ ৯০ বস্তা চাল জব্দ করা হয়।

আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম শহরের গগন স্কুল এলাকায় অভিযান পরিচালনা করে এসব চাল জব্দ করে।

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মো. বশির আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি তালতলী উপজেলার সজীব নামের জনৈক ডিলার খাদ্য বান্ধব কর্মসূচির ৫ কেজি করে চাল জনগণের কাছে বিক্রি না করে কালো বাজারে বিক্রি করার উদ্দ্যেশ্য বরগুনা নিয়ে আসছে। এসময় অভিযান চালিয়ে পৌর শহরের গগন স্কুল এলাকা থেকে ৯০ বস্তা চালসহ একটি মিনি ট্রাক জব্দ করাসহ ডিলার সজীবকেও আটক করা হয়।

Recommended For You