ভারতের অন্যতম কৃতী ও জনপ্রিয় সুরকার এআর রহমান। এক সময়ে ধরেই নেওয়া হয়েছিল, হলিউডে বহু ছবিতে কাজ করতে দেখা যাবে ভারতীয় সঙ্গীত পরিচালক এআর রহমানকে।
কারণ ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির সুবাদে অস্কারও জয় করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আশানুরূপ কাজ তিনি করতে পারেননি আমেরিকার মাটিতে। তার কারণ কী? সম্প্রতি সেই কথা জানালেন সঙ্গীত পরিচালক নিজে।
হলিউডে তিনি কাজ করেছেন ঠিকই, কিন্তু বেশির ভাগ সময়ে কাজ করেছেন ভারতীয় ছবিতেই। কেন তাঁকে হলিউডে সেভাবে পাওয়া গেল না? এই প্রসঙ্গে জানিয়েছেন সঙ্গীত পরিচালক। তাঁর বক্তব্য, তাঁকে বিশেষ ঘরানার বলে ‘দাগিয়ে দেওয়া’ হয়েছিল। আর সেই কারণেই সেখানকার মাটিতে বিশেষ জায়গা করতে পারেননি তিনি।
কীভাবে ‘দাগিয়ে দেওয়া’? রহমান বলেছেন, ভারতীয় সংস্কৃতির সঙ্গে যোগ রয়েছে, এমন গল্প নিয়ে সিনেমা তৈরি হলেই শুধুমাত্র তাঁকে ডাকা হত। অন্যথায় ডাকা হত না। রহমানের ভাষায়, হলিউডে তাঁকে ‘পিজিয়নহোলড’ করে দেওয়া হয়েছিল।
পিজিয়নহোলডের অর্থ হল, কোনও একটি বিশেষ ক্যাটাগরিতে কাউকে দাগিয়ে দেওয়া। সেটিই বলেছেন এআর রহমান। তাঁর বক্তব্য, ভারতীয়দের সঙ্গে যোগাযোগ নেই, এমন ছবির সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে তাঁকে ডাকা হত না। যদিও তিনি ‘১২৭ আওয়ারস’-এর মতো ছবিতে সঙ্গীত পরিচালকের ভূমিকায় ছিলেন। সেই ছবির আবহসঙ্গীত অনেকেরই পছন্দ হয়েছিল।
কিন্তু তবু তাঁকে আর ডাকা হয়নি অন্য ধরনের ছবির সঙ্গীতের জন্য। তাঁর বক্তব্য, সেই সব ছবির জন্য আগে থেকেই হলিউডে প্রচুর সঙ্গীত পরিচালক বসে আছেন। তাঁদের হাতেই সব কাজ যায়, অন্যদের হাতে আসে না। আর সেই কারণেই হলিউডে সফল হওয়ার পরেও ভারতীয় ছবিতেই বেশি করে কাজ করে গিয়েছেন তিনি।