প্রায় দুই মাস পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন রক তারকা নগর বাউল জেমস। আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) ‘দ্য স্কুল অব রক-ভলিউম ১’ শীর্ষক কনসার্টে গাইবেন গুরু খ্যাত কণ্ঠশিল্পী জেমস। এতে ১০টি গান পরিবেশনের কথা রয়েছে তার।
আয়োজকদের কথায়, জেমস সব সময়ই রকপ্রেমীদের পছন্দের শীর্ষে। তাই রক ঘরানার যে কোনো আয়োজনে এই রকস্টারের কথাই ভাবা হয়। দেশের বাইরে একের পর এক শো করার কারণে অনেক দিন দেশের মঞ্চে জেমসের দেখা মেলেনি, যে কারণে সংগীতপ্রেমীদের তৃষ্ণাও বেড়ে গেছে। তাদের সেই সংগীত তৃষ্ণা মেটাতেই এ কনসার্টের পরিকল্পনা।
জেমসের মুখপাত্র বলেন, ২ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ফিরে ৫ আগস্ট ঢাকায় একটি কনসার্ট করেছেন। ‘দ্য স্কুল অব রক-ভলিউম ১’ ছাড়াও আগামী সেপ্টেম্বরে জেমসের একাধিক কনসার্ট রয়েছে।
১৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কনসার্ট শুরু হবে; চলবে রাত পর্যন্ত। জেমসের কথায়, ভক্ত আর গানের টানে মঞ্চে বারবার ফিরতেই হয়। সময় সময় চেষ্টা থাকে শ্রোতাদের প্রিয় কিছু গান শুনিয়ে তাদের প্রত্যাশা পূরণের। ‘দ্য স্কুল অব রক’ কনসার্টেও সেই চেষ্টাই থাকবে। এ আয়োজন রকপ্রেমীদের মধ্যে সাড়া ফেলবে বলেই আশা করছি। এদিকে কনসার্টের পাশাপাশি জেমস এখন ব্যস্ত সময় পার করছেন নতুন গানের আয়োজন নিয়ে।
এতে জেমস ছাড়াও ওয়ারফেজ, অ্যাভয়েডরাফা, সোনার বাংলা সার্কাস, কার্নিভ্যাল, আফটার ম্যাথ, প্লাজমিক নক ও এ কে রাহুলের পরিবেশনা থাকছে। কনসার্টে নতুন একটি ব্যান্ডকে পরিবেশনার সুযোগ দেওয়া হবে। আগ্রহী ব্যান্ডকে নিজেদের গান জমা দিতে হবে, সেখান থেকে একটি ব্যান্ডকে নির্বাচন করবে ইটিসি ইভেন্টস।