চুয়াডাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি 

চুয়াডাঙ্গায় শতাব্দীর ঐতিহ্যবাহী রেলবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি তুলেছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

রোববার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

বক্তারা বলেন, চুয়াডাঙ্গা রেলবাজারে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের জন্য রেলবাজারের অন্তত ৬০টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ওইসব ব্যবসায়ীদের পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অবিলম্বে এসব ব্যবসায়ীদের পূনর্বাসন ও ক্ষতিপূরণ না পেলে আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেলবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাতুল আলম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তৌফিক উল ইসলাম জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অপু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, দপ্তর সম্পাদক ফারুক হাসান মালিক ও জেলা দোকান মালিক সমিতির সদস্য আরিফ শরীফ।

শেয়ার করুন:

Recommended For You