
গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখা।
আজ রবিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় স্থায়ী কিমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ নেতা আব্দুর রশিদ, আতিয়ার রহমান, মহাবুব হক, হারুন অর রশিদ, আমজাদ হোসেন, আলমগীর হোসেন, নিয়াজ উদ্দিন, নাহিদুল ইসলাম, সাব্বির হোসেন, শেখ রাসেল, আব্দুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে সীমাহীন দুর্নীতি চলছে। ব্যাংকগুলো লুটপাট হয়ে যাচ্ছে। দেশের সম্পদ লুটেরারা বিদেশে পাচার করছে। দ্রব্যমূল্য আজ নাগালের বাইরে। বেসরকারি শ্রমজীবী মানুষ আজ তার আয় দিয়ে সংসারের বোঝা টানতে পারছে না।