
বরগুনার আমতলীতে ৪৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৬ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলমের নেতৃত্বে এস আই মো. ইমাম হোসেন ও এ এস আই রুবেল হাওলাদার সঙ্গী ও ফোর্স নিয়ে উপজেলার ৬ নংআমতলী ইউনিয়নের ২ নং দক্ষিণ আমতলীর ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশে বিশেষ এ অভিযান চালিয়ে নোমান ইবনে নাঈম (২৬)কে ৪৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত নাঈম আমতলী পৌরসভা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত খলিলুর রহমানের পুত্র।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে নাঈম পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়। পরে তার কাছে থেকে ৪৩ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।