
সাভারে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সাভারের ইমান্দিপুর এলাকায় সাত নং ওয়ার্ড, নামা বাজার এলাকায় চার নং ওয়ার্ড আওয়ামী লীগ, আনন্দপুর এলাকায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সাভার উপজেলা শাখা ও আশুলিয়ায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।