গত বছর কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা নিয়ে অংশ নিয়েছিলেন আরিফিন শুভসহ বেশ কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি। সেখানে সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হয়। এবার সিনেমাটি নিয়ে কানাডা যাচ্ছেন আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। সেখানে তারা অংশ নেবেন টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এখানে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
সম্প্রতি তথ্য মন্ত্রণালয় থেকে শুভ ও তিশার টরন্টো যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। তবে টরন্টো উৎসবের কোন বিভাগে এটি দেখানো হবে, সেটি এখনো জানা যায়নি। নুসরাত ইমরোজ তিশা জানান, যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে এটা নির্ভর করছে ভিসা হওয়ার ওপর। আর আমি যতদূর জানি, সিনেমাটি উৎসবের কমার্শিয়াল বাজারে দেখানো হবে; কোনও অফিসিয়াল সিলেকশন বা ক¤িপটিশন বিভাগে নয়। জানা যায়,
আগামী ৭ সেপ্টেম্বর ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন বোম্বের স্যাম বেনেগাল।
এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। তার স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করেছে নুসরাত ইমরোজ তিশা। এছাড়া আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ অনেকে।