২৫ বছর পর মাকে ফিরে পেল মেয়ে

২৫ বছর আগে হারিয়ে যাওয়া শাহানারা খুঁজে পেয়েছেন তার মা শিরিন বেগমসহ পরিবারকে। মা-সহ দুই ভাইকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মেয়ে শাহানারা। বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়ায় ধুলাসার গ্রামে এমন ঘটনা ঘটেছে।

জানা গেছে, শাহানার যখন ৬ বছর বয়স তখন তিনি কলাপাড়া থেকে হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার ২৫ বছর পর এক মাস আগে শাহানারা মৎস্য বিভাগের একটি প্রশিক্ষণে কলাপাড়ায় যান। তখন গ্রামটি তার চেনা মনে হচ্ছিল। তখন স্থানীয় মুক্তাচাষী সুজন হাওলাদারের সঙ্গে তার হারিয়ে যাওয়ার ঘটনা বললে সুজন শাহানার পরিবারের কাছে নিয়ে যান।

শাহানারা জানিয়েছেন, তিনি বর্তমানে বরিশালে বসবাস করছেন। তার স্বামীর নাম আব্দুল খালেক। তাদের ১৩ বছরের এক মেয়ে ও পাঁচ বছরের এক ছেলে রয়েছে। তবে কীভাবে বরিশালে তখন গিয়েছিলেন তা তার মনে নেই। হারিয়ে যাওয়ার পর এক মহিলা তাকে পেয়ে একটি এতিমখানায় দিয়ে আসেন। সেখানেই তিনি বড় হয়েছেন। ১৬ বছর আগে জেলা প্রশাসক তাকে বিয়ে দিয়েছেন। শাহানারার বাবা আলি হোসেন মারা গেছেন অনেক আগে।

ধুলাসার ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম জানান, মেয়ে এবং মা উভয়ের কথাবার্তা শুনে নিশ্চিত হয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি শাহানারাকে।

মা শিরিনা বেগম জানান, আল্লাহ এখন তার মেয়েকে ফিরিয়ে দিয়েছেন। যারা সহায়তা করেছেন এ জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।

Recommended For You