দেশের অভিনয় ও সংগীত জগতের প্রতিথযশা পাঁচ তারকার জন্মদিন আজ মঙ্গলবার। এরা হলেন- অভিনেতা ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, ঈশিতা ও বীথি রানী সরকার এবং সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।
দেশের অন্যতম নন্দিত জনপ্রিয় ভার্সেটাইল অভিনেতা ফজলুর রহমান বাবু। নাটকে কিংবা সিনেমাতে তিনি অপরিহার্য। বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন বরেণ্য এই অভিনেতা। জন্মদিন প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, জন্মদিন উপলক্ষে বাসাতেই থাকব। পরিবারের সঙ্গেই সময় কাটাব। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন ভালো রাখেন। আরও ভালো ভালো কাজ যেন দর্শককে উপহার দিতে পারি।
বাংলাদেশের টিভি নাটকের ধুমকেতু হয়ে ইন্ডাস্ট্রিতে আবির্ভাব হয়েছিল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের। এরপর বহু নাটক এবং সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত। মোশাররফ করিম বলেন, জন্মদিন নিয়ে আসলে এবার বিশেষ কিছুই করা হচ্ছে না। আমার স্ত্রী জুঁইয়ের মনটা ভীষণ খারাপ। কারণ তার ফুফা অসুস্থ যিনি কি না রায়ানের সঙ্গেই সময় কাটাতেন সারাক্ষণ। তো আমি আমার জন্মদিনে সেই মানুষটার জন্য দোয়া চাই সবার কাছে যিনি আমাদের পরিবারের মানুষ।
ঈশিতা ছোটবেলায় যেমন নাটকে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছিলেন, বড়বেলাতে এসেও যেন সেই মুগ্ধতা আরও বাড়িয়েছেন তার অনবদ্য অভিনয় দিয়ে। ঈশিতা বলেন, আমার নিজের জন্মদিনে শুধু আম্মুর জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমার আম্মুকে বেহেশত নসিব করেন। আমার আজকের যে অবস্থান তার পুরোটাই আম্মুর অবদান। বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেই মূলত আলোচনায় আসেন মডেল, অভিনেত্রী বীথি রানী সরকার। বীথি বলেন, এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে বিকেলে রমনা কালীমন্দিরে যাব। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ^র যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন।
আমার আগামীটা যেন আরও সুন্দর হয়। আর কিছু গরিব মানুষকে এই মন্দিরেই খাওয়া-দাওয়া করাব। সবার কাছে আশীর্বাদ চাই যেন দিনটি ভালোভাবে কেটে যায়। মিষ্টি কণ্ঠের জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনীরও জন্মদিন আজ। ডলি সায়ন্তনী বলেন, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসাতেই স্বামী, ছোট মেয়েকে সঙ্গে নিয়ে আমার জন্মদিন কাটবে। তবে মনটা একটু খারাপ, কারণ দুই মেয়ে পাশে নেই। তবে ওদের সঙ্গে ভিডিও কলে কথা বলব, জন্মদিনের অনেক কিছু শেয়ার করব।