শহীদ বুদ্ধিজীবী মেহেরুন নেসার জন্মদিন

মেহেরুন নেসা একজন বাংলাদেশী কবি এবং শহীদ বুদ্ধিজীবী। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী পরিকল্পিতভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো। কবি মেহেরুন নেসা হলেন তাদের একজন। তিনি বাংলা একাডেমিতে কাজ করেছেন। এরপর ১৯৬১ সালে তিনি ফিলিপস রেডিও কোম্পানিতে কাজ শুরু করেন। তিনি ইউএসআইএস লাইব্রেরী ঢাকাতে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য সংস্থা কর্তৃক পরিচালিত হতো, কাজ করতেন। তিনি ১৯৪২ সালের ২০ আগস্ট জন্ম গ্রহণ করেন।

১৯৫৩ সালে তাঁর প্রথম কবিতা ‘চাষী’ প্রকাশিত হয় দৈনিক সংবাদ পত্রিকায়। তাঁর কবিতায় রোমান্টিকতা এবং বাস্তবতার উপাদান বেশি থাকতো। তিনি কবিতার মধ্য দিয়ে তার রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করতেন। বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতির জন্য তিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন। তাঁর কবিতার মধ্যে দিয়ে এর সপক্ষে মতামত ব্যক্ত করতেন। তাঁর কবিতা পাকিস্তানি খবর, দৈনিক পাকিস্তান, সংগ্রাম এবং ফিলিপস ম্যাগাজিন ইত্যাদিসহ কয়েকটি প্রকাশনা দ্বারা প্রকাশিত হয়েছিল। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের সাথে তিনি জড়িত হয়ে পড়েন। ১৯৭১ সালের ২৩ মার্চ তিনি নিজ বাড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে সাহসের পরিচয় দিয়েছিলেন। ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশ ডাকঘর তাঁর ছবি দিয়ে ডাক টিকিট প্রকাশ করে। ১৯৭১ সালের ২৭ মার্চ তিনি মৃতুবরণ করেন।

শেয়ার করুন:

Recommended For You