ঊর্ধ্বমুখী আদা রসুন, সবজির দাম

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই সাধারণ মানুষের। চলতি সপ্তাহে ডিম ও পিয়াজের দাম কিছুটা কমলেও অন্যান্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী। তেল ও চিনির মূল্য নির্ধারণ করা হলেও খুচরা বাজারে পূর্বের বর্ধিত দামেই বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে সব থেকে বেশি লাফ দিয়েছে আদা-রসুনের বাজার। বেশ কিছুদিন ধরেই সবজির বাজার ঊর্ধ্বমুখী। প্রায় সব সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। মাছ-মাংসের দামও লাগামহীন। কাঁচাবাজার কিছুতেই আসছে না সাধারণ মানুষের নাগালে। কয়েক দিনের জন্য কিছুটা কম দামে বিক্রি হলেও আবার তা চলে যায় উচ্চ মূল্যে।

আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের আমদানি মূল্য কমে যাওয়ায় গত রোববার নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন। প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ৫ টাকা কমিয়ে খোলা সয়াবিন তেল ১৫৪ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৭৪ টাকা নির্ধারণ করা হয়।

শেয়ার করুন:

Recommended For You