শাহরুখ খানের পাঠানের পর এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ভারতের আরেক মেগাস্টার সালমান খানের সাম্প্রতিক চলচ্চিত্র ‘কিসি কা ভাই কিসি কি জান’। বাংলাদেশের সিনেমা হলে ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাচ্ছে আগামী ২৫ আগস্ট। আজ সেন্সর ছাড়পত্র পেয়েছে হাতে পেয়েছে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স। সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠানের একাধিক সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
এ বছর ২১ এপ্রিল ভারতে মুক্তি পায় সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। ২২৫ কোটি বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী ১৮২ কোটি আয় করতে পেরেছে। বক্স অফিসে ফ্লপ তকমা পায় এটি।