শাহরুখের ‘জওয়ান’ তৈরিতে কত কোটি টাকা খরচ

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে শাহরুখ খানের ‘জওয়ান’। তার আগেই চারদিকে সিনেমাটি নিয়ে উন্মাদনা তুঙ্গে। চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। যে ছবির বক্স অফিস সাফল্য ছুঁয়েছিল কয়েকশো কোটি টাকা। তারপর ‘জওয়ান’-এর প্রচার ঝলকও নজর কেড়েছিল অনুরাগীদের।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, অ্যাটলি পরিচালিত এই ছবি শাহরুখের জীবনের অন্যতম ব্যয়বহুল ছবি। ‘জওয়ান’ ছবিটি তৈরির জন্য নাকি ৩০০ কোটি টাকা খরচ করেছেন শাহরুখ। শুধু তা-ই নয়, নায়ক তার ভক্তদের জন্য কোনো রকম ত্রুটি রাখতে চাননি। অনেকের ধারণা, ‘জওয়ান’ এ বছরের সবচেয়ে বড় বাজেটের ছবি হতে চলেছে। শাহরুখের জীবনেও সবচেয়ে ব্যয়বহুল ছবি।

শাহরুখ আগে থেকেই ধারণা করেছিলেন ‘পাঠান’ বড় মাপের ছবি হতে চলেছে। তাই ‘জওয়ান’-তৈরির সময় কোনো কমতি রাখতে চাননি তিনি। টিমের সদস্যরাও নায়কের সঙ্গে তাল মিলিয়েছেন।

শাহরুখের ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘পাঠান’র থেকেও বেশি ব্যয়বহুল ছবি তৈরির চেষ্টা করেছেন নায়ক, যাতে আগের ছবির থেকেও বেশি দর্শকের কাছে পৌঁছায়। ‘পাঠান’র বাজেট ছিল ২৫০ কোটি টাকা। এত কিছুর মাঝে সংযুক্ত আরব আমিরাতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ‘জওয়ান’র টিকিটের অগ্রিম বুকিং।

সম্প্রতি টুইটারের পাতায় বিভিন্ন মাল্টিপ্লেক্সের ওয়েবসাইটের ছবি শেয়ার করেছেন এক নেটাগরিক ও শাহরুখ অনুরাগী। সেখানেই দেখা যাচ্ছে, ইউএই-এর একাধিক মাল্টিপ্লেক্সে ‘জওয়ান’-এর টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে।

শেয়ার করুন:

Recommended For You