বিয়ে করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গতকাল সোমবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের বিয়ে ও স্বামীর কথা জানান অভিনেত্রী। তবে পোস্টে স্বামীর ছবি যোগ করেননি। এমনকি বরের নাম ছাড়া সেই অর্থে আর কোনো তথ্য দেননি নিজের লেখায়। আজ সংবাদমাধ্যমে মিলেছে এই অভিনেত্রীর স্বামীর ছবি।
ফারিণের স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি কোনো অভিনেতা নন। মিডিয়ার সঙ্গে কোনো সংযোগ নেই তার। বিদেশে কর্মরত আছেন তিনি।
পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে ঘরোয়া পরিসরে বিয়ে হয়েছে ফারিণের। সাড়ে ৮ বছরের প্রেম ছিল তাদের। তার স্বামী ব্যস্ত থাকায় খুব তাড়াহুড়া করেই বিয়ে সারতে হয়েছে তাদের। স্বামী বিদেশ থেকে ফিরে এলে ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের উপস্থিতিতে আরেকটি অনুষ্ঠান করবেন বলে পোস্টে জানিয়েছেন অভিনেত্রী। তাকে বিয়ে করার জন্য স্বামীকে ধন্যবাদও জানিয়েছেন ফারিণ। নিজেকে ধন্য মনে করছেন তিনি। পরিশেষে নিজেদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ফারিণ।
২০১৭ সালে ‘আমরা আবার ফিরব কবে’ নামে নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন ফারিণ। পরে ওয়েব সিনেমা ও সিরিজেও দেখা গেছে তাকে।