অসুস্থ সন্তানকে পরীমণি একি বললেন

সন্তান কোলে নিয়ে পরীমণি বলছেন আমিই তোমার বাপ, আমি তোর মা। রাজ সামাজিক মাধ্যমে সন্তানের কপালে চুমু খাওয়ার ইচ্ছে পোষণ করে হেনেস্তার স্বীকার হয়েছেন। কারণ তিনি ইচ্ছে করলেই তো হাসপাতালে যেতে পারতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানোর কি দরকার ছিলো।

গত বেশ কিছুদিন ধরে রাজ-পরীমণির সন্তান রাজ্যের শরীরটা ভালো যাচ্ছে না। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটির কাজটা পরীকেই করতে হয়েছে। রাজকে দেখা যায়নি অসুস্থ সন্তানের পাশে। নেটদুনিয়ায় পরীমণি নিজেই এ কথা জানিয়েছেন।

এ নিয়ে অবশ্য রাজও পাল্টা স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তার সমবেদনার কথা। কিন্তু সে কথার কোনো পাত্তা দেয়নি ভক্তরা। এবার সেই ভক্তদের জন্য সুসংবাদ দিলেন পরীমণি।

রাজ্য সুস্থ হয়েছেন বলে জানিয়ে বুধবার (১৯ জুলাই) পরী সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, আমার পদ্মফুল সুস্থ হয়ে বাসায় ফিরেছে। আলহামদুলিল্লাহ।

শেয়ার করুন:

Recommended For You