উত্তর আফ্রিকার মুসলিমপ্রধান দেশ আলজেরিয়ায় আলোচিত হলিউড সিনেমা ‘বার্বি’ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। সিনেমা হল থেকে এই সিনেমাটি অবিলম্বে প্রত্যাহার করে নিতে হল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আলজেরিয়ার একটি সরকারি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বার্বিতে সমকামিতা প্রচার করা হয়েছে। এটি তাদের দেশের ধর্ম ও সাংস্কৃতিক বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
আলজেরিয়ার বেসরকারি সংবাদমাধ্যম ২৪এইচ আলজেরি নিউজ বলছে, মানুষের নৈতিকতা ধ্বংস করায় বার্বি সিনেমা আলজেরিয়ার সিনেমা হলে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
গত ১৯ জুলাই আলজেরিয়ায় মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরপর সেটি দেখতে রাজধানী আলজিয়ার্স, ওরান ও কনস্টানটাইন শহরের সিনেমা হলে হাজার হাজার মানুষ ভিড় করেন বলে জানায় ২৪এইচ আলজেরি নিউজ।
মুক্তি পাওয়ার পরে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে বার্বি। এরই মধ্যে মাত্র কয়েক দিনে বিলিয়ন ডলারের রেকর্ড আয় করেছে সিনেমাটি।
তবে সিনেমাটি নিয়ে মুসলিমপ্রধান আরব বিশ্বে বিতর্ক দেখা দিয়েছে। বার্বি সিনেমার বিরুদ্ধে ‘সমকামিতা’ প্রচারের অভিযোগ তুলে লেবাননে নিষিদ্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সংস্কৃতিমন্ত্রী। কুয়েতেও সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে। তবে সৌদি আরবসহ বিভিন্ন রক্ষণশীল আরব দেশে এখনো সিনেমাটি দেখানো হচ্ছে।