সিনেমাহল মাতানোর পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে শাকিব খান অভিনীত ও আরশাদ আদনান প্রযোজিত আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। এর নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন, বায়োস্কোপ নামে একটি ওটিটি মাধ্যমে চলতি মাসের শেষের দিকে প্রকাশ হবে সিনেমাটি। তবে ফ্রিতে কেউ এটি দেখতে পারবেন না।
বায়োস্কোপে সাবস্ক্রিপশন করা থাকলেও প্রিয়তমা দেখার জন্য আলাদাভাবে অর্থ পরিশোধ করতে হবে দর্শককে। উল্লেখ্য, গত কুরবানি ঈদে মুক্তির পর দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হয়েছে সিনেমাটি।