আবার বিয়ে করলেন অপু বিশ্বাস?

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। ব্যক্তিগত জীবনে ঘর বেঁধেছিলেন তারা। কিন্তু শাকিব-অপুর এ সংসার ভেঙে গেছে। মাঝে তাদের সম্পর্ক ভালো ছিল না! তবে বর্তমানে শাকিব-অপুর সম্পর্কটা বেশ ভালো যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি সন্তানসহ দুজনের আমেরিকা সফর সেরকম ইঙ্গিতই দেয়!

এরই মধ্যে অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলে সিঙ্গেল স্ট্যাটাস বদলে লিখেন, ‘গট ম্যারিড’। বিষয়টি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেন নেটিজেনরা। এ নায়িকার ফেসবুক কমেন্টবক্স শুভেচ্ছা বার্তায় ভরে যায়। যদিও কয়েক মিনিটের মাথায় পোস্টটি মুছে ফেলেন অপু। আবার কেউ কেউ মনে করছিলেন অপুর আডি হয়তো হ্যাক হয়েছে।

তবে আইডি হ্যাক হয়নি জানিয়ে এ বিষয়ে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘ভুলবশত এমনটা ঘটেছে। ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি।’

শেয়ার করুন:

Recommended For You