তারেক মাসুদ স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী

বরেণ্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ প্রয়াণের এক যুগ পূর্ণ হলো আজ ১৩ আগস্ট। ২০১১ সালের এই দিনে মানিকগঞ্জের জোকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান এই গুণী নির্মাতা।

‘কাগজের ফুল’ সিনেমার শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় তারেক মাসুদের সঙ্গে মাইক্রোবাসে থাকা চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরসহ আরও তিনজন মারা যান।

চলচ্চিত্র-সংস্কৃতির জন্য শোকাবহ দিনটি স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে তারেক মাসুদ স্মরণে ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২৩’ ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

বিকেল ৫টায় শিল্পী এস এম সুলতানের জীবন ও কর্ম নিয়ে তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’ দেখানো হবে।

সন্ধ্যা ৬টায় রয়েছে তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতিচারণ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তারেক মাসুদ স্মারক বক্তৃতা করবেন চলচ্চিত্র গবেষক, লেখক ও চলচ্চিত্র শিক্ষক ফাহমিদুল হক।

এ আয়োজনে সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি। এদিকে ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের প্রজেকশন হলে একই দিন বিকেল ৫টায় ‘তারেক মাসুদ চলচ্চিত্রের আদম সুরত : মর্মান্তিক মৃত্যুর এক যুগ উপলক্ষে তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ’ শিরোনামে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

শেয়ার করুন:

Recommended For You