আদালত থেকে সাক্ষী দিয়ে ফেরার পথে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় ঝিনাইদহ জেলা প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রেসক্লাবের আয়োজনে সম্মেলন কক্ষে জরুরি সভার আয়োজন করা হয়।
জরুরি সভায় জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতারসহ আইনী সহয়তার দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচী, কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল, স্মারকলিপি পেশসহ লাগাতার কর্মসূচির ঘোষণা দেন।
জেলা প্রেসক্লাবের জরুরি সভায় ক্লাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ সেলিম। সভায় আরও উপস্থিত ছিলেন এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার আব্দুর রহমান মিল্টন, যমুনা টেলিভিশনের আহমেদ নাসিম আনসারী, নাগরিক টেলিভিশনের মাহফুজুর রহমান, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি ও দৈনিক নবচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন, দীপ্ত টেলিভিশনের শাহারিয়ার আলম সোহাগ, দৈনিক গণমুক্তির গিয়াস উদ্দীন সেতু, ডেইলী বাংলাদেশের রামিম হাসান, সাংবাদিক আজিজুর রহমান সালাম, শফিকুল ইসলাম লুলু , সরদার মিল্টন, সুমন আলীসহ অন্যান্যরা ।
সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, জেলা শহরে ২০১৮ সালের ১৫ ডিসেম্বর সাংবাদিক অফিসে হামলার মামলায় ২০১৯ সালে এপ্রিল মাসে ঝিনাইদহ সদর থানার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পুলিশ আসামি শামিমুল ইসলাম শামিমকে গ্রেপ্তার করে। মামলাটি সাক্ষীর শেষ পর্যায়ে বিচারাধীন রয়েছে। এই পর্যায়ে এমন হামলা ন্যায়বিচারের ক্ষেত্রে চরম প্রতিবন্ধকতা বলে জানান সাংবাদিক নেতারা । তারা প্রশাসনের কাছে এ ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ।
বক্তারা আরো বলেন, জিআর মামলায় পরবর্তীতে অন্যান্য সাক্ষী ও বাদি যাতে আদালতে যেতে না পারে সেজন্য আসামিরা এ ঘটনা ঘটিয়েছে। বর্তমানে মামলার বাদী হিসাবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন সাংবাদিক আব্দুর রহমান মিল্টন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ আগস্ট) ছিল মামলার সাক্ষী রামিম হাসানের সাক্ষ্য গ্রহণের দিন। সাক্ষী প্রদান শেষে সাংবাদিক আব্দুর রহমান মিল্টন ও সাক্ষী রামিম হাসান আদালত হতে ইজিবাইকে চড়ে শহরের উদ্দেশ্যে রওনা হলে উক্ত মামলার আসামি শামিমুল ইসলাম শামীম (৫২) ও জহুরুল ইসলাম হিরো (৫২) আদালতের সামনের রাস্তায় ডিসি অফিস সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে হত্যার উদ্দেশ্যে জামার কলার ধরে নামিয়ে নিয়া মাথাসহ শরীরের বিভিন্ন অংশে বেদমভাবে মারধর করতে থাকে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোক ঘটনাস্থলে আসলে আসামিরা পালিয়ে যায়।