টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এখন ঢাকায়। কারণটা নতুন চলচ্চিত্র ‘স্পর্শ’। যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবি নিয়ে আজ (১২ আগস্ট) সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন তিনি। আরও থাকবেন চিত্রনায়ক নিরব, আরিয়ানা জামানসহ অনেকে।
দুপুরের একটি ফ্লাইটে ঋতু ঢাকায় নেমেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন। তিনি এ সিনেমাটি অন্যতম পরিচালক। অপরজন হলেন ভারতের অভিনন্দন দত্ত।
বাংলাদেশের ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ও কলকাতার ‘রোল ক্যামেরা অ্যাকশন’ ছবিটি প্রযোজনা করছে। ঋতুপর্ণার পাশাপাশি ‘স্পর্শ’ সিনেমায় আরও অভিনয় করছেন কলকাতার খরাজ মুখার্জি।
জানা গেছে, সিনেমাটির কাজ শেষ। এখন মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে।
১৯৯৫ সালে ‘শ্বেতপাথরের থালা’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় ঋতুপর্ণার অভিষেক ঘটে। এ সিনেমায় সহ-অভিনেত্রীর চরিত্রে কাজ করেন তিনি। প্রভাত রায়ের এ সিনেমা ওই বছর শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে ভারতের জাতীয় পুরস্কার লাভ করেন।
বাংলাদেশে ‘সাগরিকা’, ‘স্বামী ছিনতাই’, ‘রাঙা বউ’, ‘একটি সিনেমার গল্প’সহ বেশ কিছু চলিচ্চত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা।