যথাসময়েই অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য যারা আন্দোলন করেছেন, আপনারা সহপাঠীদের দিকে তাকিয়ে যথাসময়ে পরীক্ষায় অংশ নিন। কারণ দেশের ১৪ লক্ষ পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করেছে শুধু নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য।

তাই যথাসময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।একই সঙ্গে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।

শুক্রবার (১১ আগস্ট) চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চত্বর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডা. দীপু মনি।

শেয়ার করুন:

Recommended For You