
চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের মাঠে ট্রেনে কেটে সাদিকুর রহমান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। সে পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিকুর রহমান বোয়ালমারি গ্রামের আতিকুর রহমানের ছেলে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাসুদ রানা জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি বোয়ালমারি এলাকা অতিক্রম করছিল। এসময় সাদিকুর রহমান নামে এক কিশোর ট্রেনে কাটা পড়ে নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।