আব্রাম, শেহজাদ দুই সন্তানের জন্য সমান ভালোবাসা : শাকিব

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে থেকে ঢাকায় ফিরলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে শাকিব জানান, দুই সন্তান আব্রাম এবং শেহজাদের জন্য সমান ভালোবাসা রয়েছে তার।

শাকিব খানের দেশে ফেরার খবরটি আগেই জানা ছিল গণমাধ্যমকর্মীদের। এ জন্য সকালেই এয়ারপোর্টে উপস্থিত হন সংবাদকর্মীরা। এসময় শাকিবকে বিমানবন্দরে রিসিভ করতে আসেন প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান, পরিচালক তপু খান, অনন্য মামুন।

বিমানবন্দরে ভিআইপি এক্সিট গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে প্রিয়তমা চলছে সবখানে ভালো যাচ্ছে। এটা বাংলা সিনেমার নতুন পথ উন্মোচন করলো।

গেল মাসে বড় সন্তান আব্রামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছিলেন শাকিব খান। সেই প্রসঙ্গ আসাতে তিনি বলেন, আব্রাম শেহজাদ দুই সন্তানের জন্য আমার সবসময় ভালোবাসা আছে। আব্রামকে সুন্দর মেমোরি দেয়ার চেষ্টা করেছি। আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।

গত ৪ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব খান। গেল ঈদে ‘প্রিয়তমা’ মুক্তির পরেই অবকাশ যাপন যান এ নায়ক।

জানা যায়, শিগগিরই শাকিব খান প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান ছবিতে অভিনয় করবেন। দরদ নামে এ ছবিটি পরিচালনা করার কথা আছে অনন্য মামুনের।

শেয়ার করুন:

Recommended For You