দেশে ফিরলেন শাকিব খান 

এক মাসেরও বেশি সময় পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দনের অবতরণ করেন এ নায়ক।

এর আগে গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর গত জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে ‘প্রিয়তমা’। আর সিনেমাটির মুক্তি উপলক্ষেই দেশটিতে উড়াল দেন। দর্শকের সঙ্গে বসে প্রিয়তমা উপভোগ করেন শাকিব।

এর আগে গত ২ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। এর প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে সেখানে পৌঁছান অভিনেত্রী অপু বিশ্বাস। এরপর যুক্তরাষ্ট্রে তাদেরকে একসঙ্গে ঘুরতে দেখা যায়।

শেয়ার করুন:

Recommended For You