
নাটোরের নলডাঙ্গা উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ আওয়াতায় চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে আরো ১০৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ সেমিপাকা বাড়ি হস্তান্তরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
বুধবার বেলা ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতক জমির দলিল ও বাড়ির চাবি হস্তান্তরের উদ্বোধন করেন। এ নিয়ে কয়েক ধাপে মোট ৪৮৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি হস্তান্তরের মধ্যে দিয়ে নলডাঙ্গা উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হল।
এ সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন,নাটোর অতিরিক্ত জেলা প্রশাসক নুর আহমেদ মাছুম,উপজেলা সরকারী ভূমি কমিশনার ও ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা রাকিবুল হাসান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর প্রমুখ।
নলডাঙ্গা উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ আওয়াতায় প্রথম পর্যায়ে ৪০টি, দ্বিতীয় পর্যায়ে ১০টি, তৃতীয় পর্যায়ে ১২৭টি, চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে ২০০টি গৃহহীন পরিবার দুই রুম বিশিষ্ট সেমিপাকা বাড়ি পেয়েছেন। চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে আরো ১০৮টি বাড়ি হস্তান্তরসহ মোট ৪৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি হস্তান্তরের মধ্য দিয়ে নলডাঙ্গা উপজেলাকে’ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হল।