স্বপ্নের ঠিকানায় আমতলীর ৭৫ পরিবার

স্বপ্নের ঠিকানা পেল আমতলী উপজেলার ৭৫ হতদরিদ্র, প্রতিবন্ধি ও অস্বচ্ছল পরিবার। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এমএ কাদের মিয়া ও ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম তাদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তাদের স্বপ্নের ঠিকানা পেয়ে তারা বেজায় খুশি।

জানা গেছে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২৭ অক্টোবর তালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় ‘প্রত্যেকের জন্য বাড়ি, গ্রাম হবে শহর’ এমন ঘোষণা দেন। এরপর থেকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র, অস্বচ্ছয় ও প্রতিবন্ধিদের মাঝে জমি ও ঘর করে দেয়ার প্রকল্প হাতে নেন। প্রকল্পের চার ধাপে আমতলী উপজেলার ৬৬৭ পরিবার পাকা ঘর পেয়েছে। এর মধ্যে বুধবার ৭৫ পরিবারের মাঝে পাকা ঘর ও জমির দলিল হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমতলী উপজেলার ৭৫ পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এম এ কাদের মিয়া ও উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ওই পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, ডাঃ জায়েদ আলম ইরাম, কৃষিবিদ রাসেল, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ জামাল হোসাইন, ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, রফিকুল ইসলাম রিপন, সোহেলী পারভীন মালা ও অ্যাড, এইচ এম মনিরুল ইসলাম মনি প্রমুখ।

ঘরের দলিল ও চাবি পেয়ে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের ৯০ বছর বয়সি প্রতিবন্ধি বৃদ্ধা আলেয়া বেগম বলেন, শেখের বেটির উছিলায় মুই বুড়া বয়সে পোলা লইয়্যা শান্তিতে ঘুমাইতে পারমু। মুই হারা জীবন ভাঙ্গা ঘরে আলহাম। বইন্ন্যা আর দেউইতে মুই পোলাডারে লইয়্যা কষ্ট হরছি। এ্যাহন শেখের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোরে থাহার লইগ্যা একটা ইডের ঘর দেছে। হেই ঘরে মুই পোলা লইয়্যা থাকতে পারমু। এ্যাহন আর মোর দেওইয়্যার ডর নাই। শীতে আর কষ্ট হরতে অইবে না। মুই শেখের বেটির জন্য দোয়া হরি যেন আল্লায় হ্যারে অনেক বচ্ছর বাচাইয়্যা রাহে।

তিনি আরো বলেন, ইউএনও স্যারের লইগ্যাও মুই দোয়া হরি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে “গ্রাম হবে শহর” প্রকল্পের ঘর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে বুধবার ছেলে হানিফের কোলে জমির দলিল ও ঘরে চাবি হস্তান্তর অনুষ্ঠানে আসেন।

গুলিশাখালী ইউনিয়নের বাসিন্দা মাজেদা বেগম, খাদিজা ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মুনসুরা বেগম, আল-আমির ও ফাতেমা বলেন, জীবনে স্বপ্নেও দেখি নাই পাকা ঘরে থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পাকা ঘর ও জমির ব্যবস্থা করে দিয়েছেন। সারাজীবন প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবো এবং পাশে থাকবো।

আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ জামাল হোসাইন বলেন, আশ্রায়ণ প্রকল্পের চার ধাপে উপজেলায় ৬৬৭ হতদরিদ্র গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে।

আমতলী উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে অস্বচ্ছল, ভুমিহীন, প্রতিবন্ধি ও হতদরিদ্র মানুষের জন্য গৃহ নির্মাণ একটি যুগান্তকারী উদ্যোগ। প্রধানমন্ত্রীর এ উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, উপজেলার একজন ভূমিহীন, অস্বচ্ছল ও প্রতিবন্ধি পরিবার গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে সে লক্ষ্যে কাজ করছি।

Recommended For You