রাজীবপুরে উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

রাজীবপুর উপজেলায় ২৫টি ভূমিহীন পরিবারের মাঝে নতুন ঘরের চাবি স্থানান্তর করা হয়েছে।

সরকারি খাস জমি বন্দোবস্ত করে বুধবার (৯আগস্ট) এসব ঘরের মালিকানা সুবিধাভোগীদের হাতে তুলে দেন রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকার, রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন উপজেলায় ঘর হস্তান্তর এবং রাজীবপুরসহ ওই সমস্ত উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও বার্তায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাবা-মা, ভাই-বোন সব হারিয়েছি। এই দেশের মানুষকেই আপনজন হিসেবে পেয়েছি। তাদের মাঝে হারানো বাবা-মা, ভাই-বোনকে খুঁজে পেয়েছি। আমার তো আর কিছু পাওয়ার নেই। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি। দরিদ্র অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও নতুন ঘর করে দিচ্ছি ‘

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাই, একটি মানুষও যেন অযত্নে অবহেলায় না থাকে, যে মানুষগুলোকে আমার বাবা সবচেয়ে বেশি ভালোবেসেছেন।’

আশ্রয়ন ২ প্রকল্পের মাধ্যমে রাজীবপুর উপজেলায় মোট ৫৭০ জন ভূমিহীন জমিসহ ঘর পেয়েছে।

Recommended For You