
নবগঠিত সাহিত্য সংগঠন ‘প্রগতিশীল সাহিত্য সংঘের’ প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ধানমন্ডির নিউ চিয়ার্স রেস্টুরেন্টে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রগতিশীল সাহিত্য সংঘের উদ্যোক্তা সদস্য জিয়াউল হক। সভা সঞ্চালনা করেন আরেক উদ্যোক্তা সদস্য মেহেদী হাসান শোয়েব। শুভেচ্ছা বক্তব্য রাখেন অপর দুইজন উদ্যোক্তা সদস্য রোকসানা মহুয়া এবং জান্নাত তায়েবা। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, কথাসাহিত্যিক, গল্পকার ও নাট্যকার ইসহাক খান, চলচ্চিত্র নির্মাতা ও কবি তৈয়েব রহমান, হাবীবা খানম প্রমুখ।
সভায় সংগঠনের নাম চূড়ান্তকরণ, লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই সাধারণ সভায় সংঘের ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সংসদ এবং ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ নির্বাচন করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে জিয়াউল হক সভাপতি এবং মেহেদী হাসান শোয়েব সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অন্যান্য পদে যথাক্রমে- তৈয়েব রহমান সহসভাপতি, পুতুল রহমান যুগ্মসাধারণ সম্পাদক, রোকসানা মহুয়া অর্থ সম্পাদক, জান্নাত তায়েবা সাংগঠনিক সম্পাদক, ইশতিয়াক হোসেন বাবুল দপ্তর সম্পাদক, বি এম এরশাদ প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক, হাবীবা খান সমাজ কল্যাণ সম্পাদক, এস এম হজরত আলী প্রকাশনা সম্পাদক, মুরাদ চৌধুরী সাহিত্য সম্পাদক, তাসরিবা তাহমীদ অনুষ্ঠান সম্পাদক নির্বাচিত হন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঋষি এস্তেবান, মোহাম্মদ শাহ আলম, নাসির নজীরী, শেলী সেলিনা এবং লাবণ্য সীমা।
উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ইসহাক খান, আল মাহমুদ মামুন, ইউসুফ রেজা, কাবেদুল ইসলাম, মনোয়ারুল ইসলাম মনি, মো. দেলোয়ার হোসেন এবং চিন্ময় রায় চৌধুরীকে নির্বাচিত করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সকল সদস্যসহ সাধারণ সদস্যরা।
উল্লেখ্য, গত ১৫ জুন কয়েকজন গ্রগতিশীল চেতনার সাহিত্যপ্রেমী সৃজনশীল মানুষ একত্রিত হয়ে প্রগতিশীল সাহিত্য সংঘ প্রতিষ্ঠা করেন।