জায়েদ খানের নায়িকা হচ্ছেন সায়ন্তিকা!

নতুন সিনেমা কাজ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটিতে জায়েদ খানের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যিনি শাকিব খানের অভিনীত সিনেমা ‘নাকাব’-এর নায়িকা ছিলেন।

নতুন এই সিনেমাটি নির্মাণ করবেন তাজু কামরুল। জানা গেছে, সায়ন্তিকার সঙ্গে সিনেমাটি নিয়ে চূড়ান্ত কথা হয়েছে। এখন ভিসা সংক্রান্ত ও ওয়ার্ক পারমিটের বিষয়ে কাজ চলছে। ওয়ার্ক পারমিট পেয়ে গেলেই ঢাকায় আসবেন সায়ন্তিকা।

বিষয়টি নিয়ে নির্মাতা তাজু কামরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সায়ন্তিকার সঙ্গে আমাদের কথাবার্তা চূড়ান্ত। এখন শুধু তার ঢাকায় আসার অনুমোদনের অপেক্ষায় আছি।’

এদিকে কলকাতার সংবাদমাধ্যমকে সায়ন্তিকা জানান, এখনই সিনেমাটি নিয়ে বিশদে কথা বলতে রাজি নন তিনি। শুধু বলেন, ‘কথা চলছে। কিন্তু এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি।’

শেয়ার করুন:

Recommended For You