
কিশোরগঞ্জের ভৈরব থেকে ৩৮ কেজি গাজাঁসহ মো. রুবেল (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (৮ আগস্ট) রাত সাড়ে আটটায় ভৈরবপুর উত্তরপাড়া শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম-এর সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. রুবেল শহরের ঘোড়াকান্দা এলাকার আ.বারেক মিয়ার ছেলে। তারা এখানে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।
ক্যাম্প সূত্রে জানায়, র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত অনুমান সাড়ে আটটায় শহরের শহীদ আইভী রহমান পৌর স্টেডিয়ামের সামনে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মো. রুবেলকে আটক করেন। এ সময় আসামির দখলে থাকা ১টি ব্যাটারি চালিত রিক্সা তাল্লাশী করে ১৯ বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৩৮ (আটত্রিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি মাদকের চালানটি ভৈরব লঞ্চঘাট এলাকা থেকে সংগ্রহ করে উপজেলার কালিকাপ্রসাদ এলাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন অভিনব কায়দা অবলম্বন করে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন। এসময় ব্যাটারি চালিত রিক্সাটিও জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।