আমতলীতে পিকাপ চাপায় নিহত ১, আহত ৮

পটুয়াখালী-কুয়াকাটা সড়কে বরগুনার আমতলী উপজেলার ঘটখালি নামক স্থানে সোমবার দুপুর ১২ টার সময়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা যাত্রী বোঝাই মাহেন্দ্রা অটো রিক্সাকে পেছন থেকে একটি পিকাপ এসে চাপা দিলে অটো রিক্সার যাত্রী জামান (৪০) নিহত হয়েছে। নিহত জামান আমতলী উপজেলার কুকুযা ইউনিয়নের জয়নুল আবেদীনের পুত্র।

এ ঘটনায় ৮ যাত্রি আহত হয়েছেন। গুরুতর আহত আরিফ (২৫), লিটন (৩০), হাবিব মিয়া (৬০), এসহাক মেম্বর (৭০) কে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন বলে জানিয়েছেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানভির শাহরিয়ার।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ড্রাইভার মো. লিটন (৩০) ও পিকআপটিকে আটক করেছে। জামানের লাশ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Recommended For You