সাভারে নারী শ্রমিক প্রতিনিধিকে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি

সাভারে শ্রমিকদের অধিকার আদায় করতে গিয়ে এক নারী শ্রমিক প্রতিনিধিকে প্রাণ নাশের হুমকিসহ নানা ধরনের হুমকির অভিযোগ উঠেছে কারখানা কতৃপক্ষের বিরুদ্ধে। এঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী শ্রমিক প্রতিনিধি।

সোমবার সকালে সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ।

এর আগে গত ২৬ জুলাই সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈরের গোল্ডস্টার কারখানার এমডি মো. রেজা আহমেদ ও তার সহযোগীরা এই হুমকি প্রদান করেন।

ভুক্তভোগী বরিশাল জেলার উজিরপুর থানার উত্তর মোড়াকাঠি গ্রামের রতীফ রাড়ির মেয়ে। তিনি বর্তমানে ছোট কালিয়াকৈর এলাকার আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থেকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সাভার শাখার মহিলা বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গোল্ডস্টার কারখানার ১৯ জন শ্রমিক বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনে লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৬ জুলাই সকাল ১০ টার দিকে কারখানায় গেলে কারখানা কতৃপক্ষ চড়াও হয়। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে চাইলে বিবাদী বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। সাভার থেকে বিদায় করাসহ খুন জখমের ভয়ভীতি দেখিয়ে ফ্যাক্টরী থেকে বের করে দেয়। বর্তমানে বাদি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পুলিশ বলছে,বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Recommended For You