দ. আফ্রিকায় ডাকাতের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

একমাসেরও বেশি সময় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন,দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আহত সজিব বড়ুয়া  ।

গত ২৪ জুন জোহানসবার্গে কর্মরত বাংলাদেশি মালিকানাধীন দোকানে ডাকাতির সময় গাড়িচালক সজিব বড়ুয়াকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে ডাকাতরা। মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার (২৮ জুলাই) ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার নানুপুরে।

বুড্ডিস্ট কমিউনিটি অব সাউথ আফ্রিকার সভাপতি শৈবাল বড়ুয়া জানান, মরদেহ দেশে পাঠানোর বিষয়ে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রীত দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ, কেপটাউনসহ বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনায় মোট ৮ বাংলাদেশি প্রাণ হারান। এসব অপমৃত্যুর ঘটনায় সাধারণ প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

শেয়ার করুন:

Recommended For You