চার মাস আগে প্রথম পুত্র সন্তানের মা হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাকে নিয়েই এখন ফুরফুরে মেজাজে সময় কাটছে নায়িকার। এরমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে ফের মা হতে যাচ্ছেন তিনি।
শনিবার মাহি তার ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে তিনি লিখেছেন, ‘তুমি আমি আর আমাদের দুটি ফুল।’- এমন পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানাতে থাকেন।
তবে মা হওয়ার বিষয়টি সত্য নয় বলে জানান মাহিয়া মাহি। তিনি বলেন, ‘খবরটি সত্য নয়। আমি মা হচ্ছি না। যেসব খবর ছড়িয়েছে সেটা মিথ্যা। এমন খবর হলে আনন্দের সাথে জানিয়ে দিতাম।’
ফেসবুকে দেওয়া সেই স্ট্যাটাসের অর্থ ব্যাখ্যা করে মাহি বলেন, ‘আমি আমার একটা ইচ্ছার কথা প্রকাশ করেছি। আমি তুমি আর আমাদের ২ টা ফুল- এটা আমার ইচ্ছা। আমাদের আরেকটা সন্তান এলে বেশ ভালো হতো, এমন আকাঙ্ক্ষার কথাই প্রকাশ করেছি।’
উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি। বিয়ের দেড় বছরের মাথায় অর্থাৎ চলতি বছরের ২৮ মার্চ পুত্র সন্তানের মা হন তিনি। তার ছেলের নাম মো. মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার।
এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ভালোবেসে বিয়ে করেন এই চিত্রনায়িকা। পাঁচ বছরের এই সংসার জীবনের ইতি টানেন ২০২১ সালে মে মাসে।