ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতীয়ভাবে চলমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রতি সপ্তাহে একদিন অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ। রোববার (৩০শে জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তার প্রজ্ঞাপন মতে আগামী সপ্তাহের থেকে প্রতি সোমবার বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস হবে।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনের আদেশে আদিষ্ট হয়ে এ প্রজ্ঞাপন দেয়া হয়েছে। করোনা মহামারি ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক উন্নয়ন প্রকল্পের ব্যয়, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয় ও হ্রাস করা, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয় ২৫% সাশ্রয় করা আবশ্যক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সবার মতামত গ্রহণ করা হয়েছে এবং সহমত পোষণ করেছেন। এমতাবস্থায় প্রতি সপ্তাহে সোমবার অনলাইনে ক্লাস পরিচালনার জন্য সকল শিক্ষকদের অনুরোধ করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ সোমবার অনুষ্ঠিত হবে না আর বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি চলবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, প্রশাসনের আদেশে আদিষ্ট হয়ে ও বর্তমান পরিস্থিতির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ডিন ও বিভাগের সভাপতিসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। হয়তো আগামী সপ্তাহ থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে।