ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষ, পরিস্থিতি উত্তপ্ত

রাজধানীর ধোলাইখাল এলাকায় অবস্থান কর্মসূচির সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ধোলাইখাল এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে সকাল থেকেই শক্ত অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে নেতা-কর্মীরা বেলা ১১টায় ধোলাইখাল মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে সংঘর্ষ শুরু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভ ভিডিওতে দেখা গেছে, সড়কের একদিকে জলকামান নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন, অপরপাশে বিএনপির নেতা-কর্মীরা। একসময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে চলে আসেন।

এক পর্যায়ে পুলিশকে একের পর এক কাঁদানে গ্যাসের শেল ছুড়তে দেখা গেছে। উত্তেজিত নেতাকর্মীদের ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করতেও দেখা গেছে।

জানা গেছে, বিএনপির এই কর্মসূচি পালনের কথা ছিল নয়াবাজারে। সেখানে আজ সকাল সাতটা থেকে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ সদস্যও সেখানে মোতায়েন করা হয়। বিএনপির নেতাকর্মীরা নয়াবাজার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ধোলাইখাল এলাকায় অবস্থান নেন। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

শেয়ার করুন:

Recommended For You