ইবি গ্রীন ভয়েসের নবীন বরণ-প্রবীণ বিদায়

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস-এর নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ৫২৭নং কক্ষে এ আয়োজন করা হয়।

এসময় গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি মোখলেছুর রহমান সুইটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমিন খাতুন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক আলমগীর কবির, বিশিষ্ট লেখক ও গবেষক গওহার নাইম ওয়ারা, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা, ইবি সাংবাদিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ইমানুল সোহান, গ্রীন ভয়েসের খুলনা বিভাগীয় সমন্বয়ক আরিফুল ইসলাম আরিফ।

অনুষ্ঠানে নবীনদের বিভিন্ন প্রকার বৃক্ষের চারা দিয়ে বরণ করে নেয়া হয়। পরে প্রবীনদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে বিদায় দেওয়া হয়৷ শেষে ফল উৎসবের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি করা হয়।

শেয়ার করুন:

Recommended For You