মিয়া খলিফার মতো খারাপ অভিজ্ঞতা নেই সানি লিওনের

বলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেকের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নীল দুনিয়ার সঙ্গে জড়িয়ে ছিলেন সানি লিওন। সেখানেও দুর্দান্ত ক্যারিয়ার, নাম-ডাক থেকে খ্যাতি, সবই অর্জন করেছিলেন তিনি। একসময় সেসব ছেড়ে চলে আসেন বলিউডে। সম্প্রতি অতীতের ক্যারিয়ার লাইফ নিয়ে কথা বলেছেন সানি লিওন।

অতীতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল বলতে গিয়ে এ তারকা জানান, কীভাবে তিনি সব প্রোজেক্ট বাছাই ও নির্বাচন করতেন এবং ক্যারিয়ার কীভাবে নিজে নিয়ন্ত্রণ করতেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নীল দুনিয়ার তারকা মিয়া খলিফা ২০১৫ সালে ইন্ডাস্ট্রি ছাড়েন। সেই সময় জানিয়েছিলেন তিনি ইন্ডাস্ট্রি ছাড়ার আগে মাত্র তিন মাস নীল দুনিয়ার ইন্ডাস্ট্রিতে ছিলেন। প্রোজেক্ট থেকে মাত্র ৮.৭৫ কোটি আয় করলেও পরবর্তীতে প্রযোজকরা তার সব ভিডিও থেকে কয়েক লাখ আয় করেছেন। আর তার মতো এমন কোনো অভিজ্ঞতা কি সানি লিওনেরও আছে?

সানি লিওন এ ব্যাপারে বলেন, না এমন কোনো খারাপ অভিজ্ঞতা নেই। যতদিন নীল দুনিয়ার ইন্ডাস্ট্রিতে ছিলাম ততদিন সেখানকার সেরা মানুষ এবং টিমের সঙ্গে কাজ করেছি।

সংবাদমাধ্যম মিড-ডেকে দেয়া সাক্ষাৎকারে সানি লিওন বলেন, প্রতিটি চুক্তিপত্র ভালো করে পড়ে নিতাম, কোথাও ভুল থাকলে তা সংশোধন করেছি। ক্যারিয়ার সম্পূর্ণ নিজের হাতে ছিল। আমিই নিয়ন্ত্রণ করেছি।

বলিউডের এই আইটেম গার্লের ভাষ্যমতে, সবারই অভিজ্ঞতা রয়েছে। তবে তা আলাদা। আর তার অভিজ্ঞতা একদমই আলাদা। তিনি মিয়া খলিফার অভিজ্ঞতা প্রসঙ্গে জানান—তিনি (মিয়া খলিফা) যদি সেভাবে চুক্তিপত্র পড়তেন তাহলে তাকে কেউ ঠকাতে পারতো না। এ কারণে চুক্তি করার আগে চুক্তিপত্র ভালো করে পড়া উচিত।

২০১২ সালে ‘জিসম-২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন সানি লিওন। সম্প্রতি অনুরাগ ক্যাশপের ‘কেনেডি’ সিনেমায় দেখা গেছে তাকে। এতে অনেকেই প্রশংসা করেছেন সানি লিওনের।

শেয়ার করুন:

Recommended For You