ঢাকায় এসে ‘প্রিয়তমা’ দেখে গেলেন ইধিকা

নিজের অভিনীত বাংলাদেশের সিনেমা গোপনে দেখে গেলেন কলকাতার নায়িকা ইধিকা পাল। মা ও বোনকে নিয়ে ইধিকা ঢাকায় এসেছিলেন সিনেমাটি দেখার জন্য।

শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ঈদের ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা তিনি।

রোববার রাতে স্টার সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখেন কলকাতার এই নায়িকা।

পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘প্রিয়তমা সিনেমাটি মুক্তির পর থেকে ইধিকা তার পরিবার নিয়ে সিনেমাটি দেখার বিষয়ে আগ্রহী ছিলেন। যেহেতু কলকাতায় সিনেমাটি মুক্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, সে কারণে তার পরিবারের কয়েকজনকে নিয়ে সিনেমাটি দেখে আবার কলকাতায় চলে গেছেন ইধিকা।’

কলকাতা ফিরে অনুভূতি শেয়ার করে ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ইধিকা। তিনি লিখেছেন, ‘আমার নিজের অনুভূতি লুকিয়ে রাখার অভ্যাস আছে। তা ছদ্মবেশে করি। এবার আমি ছদ্মবেশে আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটিও দেখে ফেললাম! যেখানে দর্শক ছিল পরিপূর্ণ।’

ভার্সেটাইল মিডিয়ার প্রযোজিত সিনেমাটি ৩ সপ্তাহে প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি করেছে। চতুর্থ সপ্তাহেও দেশের ৬৩টি হলে চলছে সিনেমাটি।

যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব, ইধিকা ছাড়াও এতে আরও অভিনয় শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।

শেয়ার করুন:

Recommended For You