মহানায়কের প্রয়াণদিবসের আসছে উত্তমকুমারের ছবি প্রিভিউ। মহানায়কের মৃত্যুদিনের আগে সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ছবির ঝলকের কথা ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ‘অতিউত্তম’ যে তার ভীষণ সখের ছবি, সেই কথা তিনি আগেই জানিয়েছিলেন।
২০২১ সালে উত্তমকুমারের জন্মদিনে এই ছবির পোস্টার প্রকাশ করেছিলেন সৃজিত। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টার তিনি শেয়ার করে লিখেছিলেন, ‘টানা ৪ বছরের গবেষণা, ৬২টা ছবি বারবার দেখা, সঠিক জায়গা খুঁজে বের করা, চিত্রনাট্য বদলানো, প্রয়োজনীয় অনুমতি নেওয়া, ভিএফএক্স বিশেষজ্ঞদের সঙ্গে অগণিত বৈঠক, সিনেমাটোগ্রাফার, ডিজাইনারদের সঙ্গে বার বার আলোচনার পরে, একটা স্বপ্ন সফল হতে যাচ্ছে। আপনি আছেন, এটাই যথেষ্ট।’ ছবির পোস্টারও তৈরি হয়েছিল একেবারে পুরনো ছবির পোস্টারের ধাঁচে।
শোনা যাচ্ছে, ছবিতে ভিএফএক্সের মাধ্যমে অভিনয় করতে দেখা যাবে উত্তমকুমারকে। উত্তমকুমারের চরিত্র ছাড়াও এই ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। রয়েছেন ‘প্রায় কাফকা’ অভিনীত অনিন্দ্য সেনগুপ্ত ও রোশনি ভট্টাচার্য। সৃজিতের এই ড্রিম প্রোজেক্টের হাত ধরে অভিনয়ে পা রাখছে চলেছেন বেশ কিছু নতুন মুখ। সূত্রের খবর, জিনা তরফদারকেও দেখা যাবে এই ছবিতে।
সোশ্যাল মিডিয়ায় সৃজিত নতুন পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘প্রতিটি বাঙালির মনের মহানায়ক ফিরছেন বড়পর্দায়। আগামীকাল আসছে তারই প্রথম ঝলক।’ ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাবে এই ছবি। সেই সঙ্গে পরিচালক আরও জানালেন, চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে এই ছবি।
মৃত্যুদিবসে উত্তমকুমারের নিজের বাড়িতেও কখনও কোনও বিশেষ আয়োজন করা হয় না। তবে এই দিনটা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় চট্টোপাধ্যায় বাড়ির দরজা। অনুরাগীরা এসে সম্মান জানাতে পারেন মহানায়ককে। যে বাড়িতে মহানায়কের ছোঁয়া রয়েছে, সেই ইতিহাসকে ছুঁয়ে শিহরিত হতে পারেন, প্রতিবার নতুন করে। উপলদ্ধি করতে পারেন, মহানায়ক সত্যিই মৃত্যুর চেয়ে বড়।