ডার্ক চকলেট শাড়িতে রুনার ঝলক!

সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে দারুণভাবে বদলে ফেলেছেন অভিনেত্রী রুনা খান। সম্প্রতি নিজের ৩৯ কেজি ওজন কমিয়ে ভক্তদের সামনে হাজির হয়ে চমকে দেন তিনি।

এরপর থেকেই বিভিন্ন ফটোশুটে এই অভিনেত্রীকে দেখা মিলছে বিভিন্ন রূপে। কখনো সমুদ্রের পাশে খোলামেলা পোশাকে আবার কখনো শাড়িতে মোহনীয় ভঙ্গিমায়। ভক্তরাও সে সকল ছবিতে ভালোবাসা জানিয়েছেন রুনা খানের প্রতি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাড়ি পড়া কিছু ছবি প্রকাশ করলেন অভিনেত্রী। স্লিভলেস ব্লাউজে, ডার্ক চকলেট রঙের শাড়িতে যেন উত্তাপ ছড়ালেন তিনি।

রুনার এই রূপের ঝলকে মুগ্ধ হয়েছে নেটদুনিয়া। সকলেই তার সাহসের প্রশংসা করেছেন। শাড়িতে অভিনেত্রীকে দেখে তার সহকর্মীরাও বিভিন্ন মন্তব্য করেছেন। যা সবই ছিল ইতিবাচক।

গেল ঈদে ‘বড়মেয়ে’ নাটক নিয়ে হাজির হয়েছিল রুনা খান। এ নাটকে রুনা খানের বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। আরও আছেন নাদের চৌধুরী, সাইফুদ্দিন সিয়াম, জারা জয়া, মিথুন আহমেদ, সাজন প্রমুখ।

শেয়ার করুন:

Recommended For You