হজে গিয়ে ১১১ জন বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে গতকাল বুধবার পর্যন্ত ১১১ জন বাংলাদেশি হাজীর মৃত্যুহয়েছে। এদের মধ্যে পুরুষ ৮৬ জন এবং নারী ২৫ জন। মক্কায় মারা গেছেন ৯১ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় ১জন, মিনায় ৯ জন, আরাফায় ২জন ও মুজদালিফায় ১জন।

সৌদি আরবের আইন অনুযায়ী, এদের সকলকেই সৌদিতে দাফন করা হয়েছে।

তথ্যে জানা যায়, গতকাল বুধবার মারা যাওয়া সর্বশেষ হাজীর নাম মো. শহিদুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। আর মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা হয়। জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা হয়। জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে দাফন করা হয়। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অথবা জেদ্দায় কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন:

Recommended For You