বরগুনায় প্রধান শিক্ষক স্কুলে না আসলেও হাজিরা খাতায় থাকে স্বাক্ষর

স্কুলে অনুপস্থিত থাকা সত্ত্বেও শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করে রাখার অভিযোগ উঠেছে বরগুনার ৬২নং ছোট লবনগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমত আরার বিরুদ্ধে।

বুধবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে সাংবাদিকরা বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের ৬২নং ছোট লবনগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গেলে ঘটনার সত্যতা মেলে।

সেখানে দেখা গেছে, প্রধান শিক্ষক ইসমত আরা বিদ্যালয়ে উপস্থিত নেই। তারপরও তার হাজিরা খাতায় স্বাক্ষর দেয়া রয়েছে। পাশাপাশি সহকারী শিক্ষিকা রেহেনা পারভিন স্কুলে উপস্থিত থাকলেও হাজিরা খাতায় দুই দিনের স্বাক্ষর নেই।

বিদ্যালয়ে উপস্থিত থাকা সহকারী শিক্ষক জাহাঙ্গীর, আসমা, রেহেনা এবং আসমা বলেন, প্রধান শিক্ষক অসুস্থ তাই তিনি স্কুলে আসেনি। স্বাক্ষর কিভাবে আসলো সে বিষয়ে আমরা জানি না।

অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের বরাদ্দকৃত টাকা লুটপাট করেন প্রধান শিক্ষক।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফুজ্জামান জানান, স্কুলে না এসে হাজিরা খাতায় উপস্থিতির অভিযোগ সত্যি প্রমাণিত হলে ওই প্রধান শিক্ষক ছাড় পাবেন না।

বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, স্কুলে না এসে হাজিরা খাতায় স্বাক্ষর দেওয়ার কোনো সুযোগ নেই। যদি এরকম করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:

Recommended For You